যেদিন আসবে তুমি হাসবে হৃদয়
যত্নে সাজাবে জীবন পাবে না ক ভয়।।
সেই দিন কবে হবে আর কত দিন
ভেবে ভেবে কত ক্ষণ হয়ে যায় ঋণ।
বধূ হয়ে প্রেম বুঝি করবে যে জয়।।
জীবনের সব খানে তোমাকেই চাই
তুমি ছাড়া এ জীবনে আর কেহ নাই।
তোমায় ছাড়া আমার বাঁচা নাহি হয়।।
রচনা কাল : ২৩/০৮/২০১৮ ইং