যে প্রেমে স্বর্গ দোলায় প্রতি ঘরে ঘরে
সেই প্রেম দিও তুমি এই প্রাণ ভরে।।
চাঁদ তারা ভালবেসে রয় নিলাকাশে
অন্ধকারে বসে তারা মিটিমিটি হাসে।
চাই তোমায় সে ভাবে এসো দ্রুত করে।।
ডালিম পেকেছে গাছে থাকবে না আর
শুকালে শুকনো বিচি পড়ে রবে ধার।
না আসলে কাছাকাছি প্রাণ যাবে মরে।।
রচনা কাল : ০৫/১০/২০১৮ ইং