যে মানুষকে ঠকায় বিধাতা কি সয়
দুপুরেই অন্ধকার তার বুকে বয়।।
উপকার করে যারা বিধি দেয় ধরা
ভাঙা ঘরে সুখ পায় থাকে না যে খরা।
মিথ্যে কথা মাঝে শুধু মিথ্যে সুখ রয়।।
ভাল কাজে তৃপ্তি আছে, আছে মহাসুখ
মন্দ কাজে বুক কাঁপে কালো থাকে মুখ।
বিধি যারে ভালবাসে নাই তার ক্ষয়।।
রচনা কাল : ১২/০৬/২০১৮ ইং