যে ব্যথা দিনের মাঝে দূরে চলে যায়
সে ব্যথা আঁধারে আসে, কে বলে হারায়।।


যে দিয়েছে ব্যথা মোরে, সে তো পাশে নাই
তার কাছে গেলে যেন সুখ খুঁজে পাই।
কতটা দিয়েছে ব্যথা বুঝানো যে দায়।।


তার মুখ দেখি যদি লাগে শুধু ভাল
দূরে আছে বহু দিন চোখে দেখি কালো।
ফিরবে না কভু আর গেছে পর নায়।।


রচনা কাল : ০৩/০৬/২০১৮ ইং