যে বাঁশি শুনে আমার হৃদয় দোলায়
সেই বাঁশি যে বাজায় তারে মন চায়।।


নদীর ওপাড় বনে ভাঙা চালা ঘর
সেই ঘরে চলে যাবো সব করে পর।
ফিরে আর আসবো না এই পাড়ে হায়।।


নদী জলে ঢেউ খেলে রৌদ্র মাঝে হেসে
মন চায় সেই জলে যাই দূরে ভেসে।
যদি কাছে পাই তারে জলের ছায়ায়।।


রচনা কাল : ২৩/০৫/২০১৮ ইং