যারে আপন করলে জীবন প্রভাতে
আমার প্রেমের কথা বলো কোন রাতে।।
আমারে যে ভালবেসে গেলে তুমি চলে
মন নিলে নানা ভাবে নানা ছলাকলে।
লিখো শুধু মিথ্যে কথা স্মৃতির পাতাতে ।।
বলো তারে একা আমি গেছি ভালবেসে
দূরে সরে দিয়েছিলে পাষাণীর বেশে।
পাগল বেশে ছিলাম তোমার আশাতে।।
রচনা কাল : ২৮/০৬/২০১৮ ইং