যার নাম ধরে হৃদয় ডাকে বারে বার
ফুলমালা নিয়ে সে তো যায় অন্য দ্বার।।
কোন দিন কেউ মোরে ডাকেনি আদরে
পাশে যার গিয়েছি সে রাখেনি অন্তরে।
একা তাই কেঁদে গেছি পথে শতবার ।।
যারে চাই কল্পনায় মধুর মায়ায়
সেও কেন ফাঁকি দিয়ে দূরে চলে যায়।
তাহলে কি সুখ মন পাবে না আবার।।
রচনা কাল : ২৫/০৪/২০১৮ ইং