ভুলে যেতে পারব না স্মৃতি রয় ঘিরে
কাঁদবো নিশিতে শুধু না আসলে ফিরে।।


রাগ করে আর দূরে থেকো না ক তুমি
ভুলে গিয়ে সব দোষ মুখে দাও চুমি।
পারি না তো সয়ে যেতে একা বসে নীড়ে।।


অভিমানে আর কত লুকাবে আড়ালে
ভাবনাতে পাশে এসে দু'হাত বাড়ালে।
বুকে চেপে সেই হাত ধরি ধীরে ধীরে।।


রচনা কাল : ২৬/১০/২০১৮ ইং