ভুলে যেতে চাও জানি কাঁদায়ে আমায়
আশা দাও তবু প্রাণ ভরে নিরাশায়।।
সুখ পেতে চাও বুঝি অন্য সাথী নিয়ে
প্রাণ হতে প্রাণ ছিঁড়ে কারে দিবে দিয়ে।
অশ্রু ভরা চোখ দুটি ছলছল চায়।।
এতটুকু সুখ দিয়ে দুঃখের সাগরে
ভাসালে গভীর জলে নিশিদিন ভরে।
যেমন চেয়েছিলাম সবই হারায়।।
রচনা কাল : ০৭/০৭/২০১৮ ইং