ভুলে যেতে চাই প্রিয়া ভুলবো কেমনে
ছেড়ে গেলে তবে ফুল ফুটবে ও বনে।।


বাঁধা হয়ে আর আমি থাকতে চাই না
কান্না আর ও নয়নে ঝরতে দিবো না।
ক্ষমা করে দিও যত কষ্ট দিছি মনে।।


জোর করে কোন মন যায় না পাওয়া
সেই মনে এই মন না থাকে চাওয়া।
প্রেম দিও মনে মন মেলে যার সনে।।


রচনা কাল : ২৬/০৮/২০১৮ ইং