ভুলে যেতে আজ কেন এত মিছে সাজো
বিরহের তাপে মন তিলে তিলে ভাজো।
সয়ে যেতে ব্যথা গুলো বুকে হয় ক্ষত
তুমি যেন সব ছেড়ে হয়ে যাবে গত।।


চিরকাল রবো পড়ে স্মৃতি প্রাণে বিধে
জীবনের তরী যাক উল্টো নয় সিদে।
তুমি হারা হলে পাবো দুঃখ অবিরত।।


সুখ যদি পাও কোথা যাও তবে ভুলে
আমি একা দুঃখ পথে যাবো হেলেদুলে।
চিন্তা করো নাক আর মোরে নিয়ে শত।।


রচনা কাল : ৩০/০১/২০১৯ ইং