ভুলে যাবো যদি ভাবি লাগে বড় ভয়
জীবনটা ভুলে ভুলে হয় যদি ক্ষয়।।
এত ভালবেসে যদি পাই নাহি মন
শেষ করে দিক তবে প্রেমের দহন।
পাথরে ফুটতে ফুল লাগবে সময়।।
বিরহের শেষ প্রান্তে যদি চলে যাই
সেথা গেলে দেখবো যে ব্যথা আর নাই।
তার কথা মন প্রাণ তাই শুধু কয়।।
রচনা কাল : ০৪/০৭/২০১৮ইং