তুমি আজ কত দূরে, মন দুঃখে হাসে
জানি আর কোন ছলে আসবে না পাশে।।
হৃদয়ের সেই গান গাইবে না আর
ভুলে গেছো তবু ডাকি যেন বার বার।
পুরনো সেই কথায় অশ্রু চোখে ভাসে।।
গান ছিল মন জুড়ে নেই আজ গান
পুড়ে পুড়ে দেহ সাথে পুড়ে গেছে প্রাণ।
হৃদয়ের কোন খানে তবু যেন হাসে।।
রচনা কাল : ১৩/০১/২০১৮ ইং