ভুলবো না এই দেশ গিয়ে স্বপ্ন দেশে
খুঁজবো না আর সুখ পাগলের বেশে।।
এমন দেশের রূপ মিলবে না আর
খুঁজে দেখ চারদিক দেখ বার বার।
চোখ পড়বে শুধুই এই বাংলাদেশে।।
মায়া ভরা সব মন গাছে ফুল ফল
দুঃখ কষ্টে হাসি মুখে বুকে মনোবল।
ছোট বড় ঘর গুলি বাঁধা হয় ঘেষে।।
রচনা কাল : ২৩/০৯/২০১৮ ইং