ভুল করে কিছু মন প্রেমে পড়ে যায়
তারপর তিলে তিলে কষ্ট শুধু পায়।।


আমিও চেয়েছিলাম প্রেম করবো না
সর্বনাশী এই প্রেম যেন ছাড়লো না।
সেই প্রেম আজ দূরে অন্য গান গায়।।


কান্না দিয়ে গেছে শুধু নিয়ে কত সুখ
এই সুখ লাল করে যেন তার মুখ।
একা কাটে ক্ষণ বলে তারে মন চায়।।


রচনা কাল : ১৪/০৯/২০১৮ ইং