ভুল বুঝে গেছো দূরে ছিঁড়ে ফেলে ফুল
জানি সেথা গিয়ে তুমি পেয়ে গেছো কূল।
একবার ফিরে এসো শুধু এই ঘরে
শেষ ভালবাসা যাও নিয়ে হাত ভরে।।


দু'টি মন নাহি হবে আর পরিণয়
হাসি মুখে ছেড়ে দিলে প্রেম হত জয়।
এতটুকু আশা মন মিছে বুঝি করে।।


কত কথা রেখে ছিলে কত ভালবেসে
এক কথা মিথ্যে করে চলে গেলে শেষে।
স্মৃতি গুলো অশ্রু হয়ে দু'নয়নে ঝরে।।


রচনা কাল : ০৫/১২/২০১৮ ইং