ভুল বুঝে চলে গেলে ফিরে নাহি এলে
সেথা গিয়ে তুমি বুঝি বড় সুখ পেলে।।


এত জ্বালা দিয়ে প্রাণে নিলে সুখ কিনে
বুক ভরে দিলে ব্যথা কোন দোষ বিনে।
আজ কেন লুকোচুরি তবে যাও খেলে।।


শেষ হবে কবে আর এই স্মৃতি খেলা
সূর্য যেন যায় ডুবে নাহি বেশি বেলা।
হাসি ভরা মুখ আর কোথা গেলে মেলে।।


সেই দিন সেই প্রেম গেছে গত হয়ে
আজ শুধু প্রেম জ্বালা সাথে গেছে রয়ে।
দুঃখ ছাড়া মন সব দিছে যেন ফেলে।।


রচনা কাল : ১৪/১১/২০১৮ ইং