ভোর বেলা পশু পাখি গায় কত গান
মানুষের চোখে ঘুম করে আনচান।।
সূর্য ওঠে আলোকিত হয়ে যায় ধরা
কিছু মনে অন্ধকার তবু থাকে ভরা।
সেই সব লোক জানি নাহি পায় মান।।
শিশিরের বিন্দু গুলো করে ঝলমল
মনে হয় হাসে যেন তারা খলখল।
রোদ এসে মুষ্টি ভরে সব করে দান।।
লোক ছোটে কাজ কর্মে দিয়ে যায় শ্রম
শুয়ে থেকে কারো যেন ফেঁটে যায় দম।
ঘুমে থাকে ভোরে যারা সুখ নাহি পান।।
রচনা কাল : ০৬/১২/২০১৮ ইং