ভেঙে গেছে দেহ মন পূর্ণ নাহি হবে
শূন্য বুকে এত ব্যথা কত দিন রবে।।


ভুল ছিল স্বপ্ন দেখা দিবানিশি ভরে
অন্ধকারে বসে প্রাণ ছটফট করে।
হাহাকার চারদিকে কোন সুখ নাই
ভালবাসা মনটারে পুড়ে করে ছাই।
মিথ্যে হল পড়ে থাকা শূন্য এই ভবে।।


এই জ্বালা বুক আর কত সয়ে যাবে
জানি মন সুখ আর ফিরে নাহি পাবে।
বিধি কেন জন্ম দিয়ে এত জ্বালা দিল
কিছু স্বপ্ন দিয়ে পরে কেন কেড়ে নিল।
ব্যথা ভরা বুকটারে সুখ দিবো কবে।।


রচনা কাল : ০১/১১/২০১৮ ইং