ভালবেসে বাজে বুকে বিরহের গান
হারানোর ভয়ে কাঁদে আজ দু'টি প্রাণ।।


মেনে নিতে এই প্রেম কেউ নাহি চায়
অপরাধী হয়ে ঘুরি তাই দু'জনায়।
কূলহারা পথ হারা চলে যায় মান।।


স্বপ্ন ছিল ঘর বাঁধা হল নাহি আর
ভুবনের সব ব্যথা আসে বুঝি ধার।
লোকে যদি বুঝ দেয় বিষে ভরে কান।।


যত ভালবাসি তারে তত ভালবাসে
মিলে ছিল মনে মন কষ্টে ছিল পাশে।
পর হলে হবে মন  ভেঙে খানখান।।


রচনা কাল : ০৯/১২/২০১৮ ইং