ভালবেসে যদি তারে কাছে নাহি পাই
মিছে কেন স্বপ্ন দেখে এত গান গাই।।
ভাবনাতে শক্ত করে বুকে চেপে রাখি
পাশাপাশি কেউ নাই দেখি খুলে আঁখি।
বেদনার জলে এত তাই ভেসে যাই।।
মন নাহি বোঝে নেয় তার মন দিয়ে
ব্যথা দিলে দিক তবু সুখ যাক নিয়ে।
কাছাকাছি এলে সেই বুকে পেতে চাই।।
নিজ করে নিবে কবে এই মনটারে
দিন গুনি একা বসে যেন বারে বারে।
আশা গুলো পূর্ণ হবে নাকি হবে ছাই।।
রচনা কাল : ০৯/১২/২০১৮ ইং