ভালবেসে যারা ভবে সুখ পেতে চায়
নিশিরাত ঘুমহারা যেন কেটে যায়।
ভুল করে সবে ভুল মিছে ঘুড়ি উড়ে
নিলাকাশ কালো মেঘে যায় যেন পুড়ে।।


আলোকিত দিন গুলো যায় কোথা চলে
প্রিয়জন পর হলে বুক শুধু জ্বলে।
তার সব কথা গুলো রয় মন জুড়ে।।


প্রিয়জন সুখী হলে কিছু নাহি চাই
অভিশাপ দিবো নাক যত ব্যথা পাই।
ভালবেসে তবে শান্তি আসে প্রেম সুরে।।


রচনা কাল : ১০/০৫/২০১৯ ইং