ভালবেসে তুই পরে চলে গেলি দূরে
পাগল করে আমায় ঘুরালি দুয়ারে ।।


এত ভালবেসে ছিনু জানলি না তুই
এক ভালবাসা তুই করে গেলি দুই।
ছলনা করে আমায় কাঁদালি নিশিতে
হাসালি দিনে আমায় বহু যতনেতে।
দুঃখ দেখে ভয় পেয়ে দাঁড়ালি যে ঘুরে।।


কেঁদে ছিলি একা একা বাড়ালাম হাত
পেলি তুই ফিরে যেন সুখের প্রভাত।
ডানা ভাঙা গেলে সেরে গেলে তুই উড়ে
বুঝলি না তুই ছাড়া মন শুধু পোড়ে।
আজো খুঁজি পথে পথে গেলি কত দূরে।।


রচনা কাল : ১৫/০৪/২০১৮ ইং