ভালবেসে তরী খানি ভেসে দাও কাছে
ছলনায় ভালবেসে বলো না কো মিছে।।


তুমি বিনে হাহাকারে মন পুড়ে যায়
সাধের দুনিয়া যেন নাহি বুকে সয়।
তুমি তাই মিষ্টি হেসে এসো মোর কাছে।।


যত ব্যথা আছে বুকে তুমি জেনে নাও
আপন করে আমায় সাথে নিয়ে যাও।
পুষ্পের হাসি আমায় নাহি দাও মিছে।।


রচনা কাল : ০৫/০১/২০১৮ ইং