ভালবেসে কত সুখী জানে না এ মন
তুমি আছো বলে প্রেম এত দামি ধন।।


কত সুখে আছো তুমি জানে এ অন্তর
কাঁদবে মোরে না দেখে গেলে বহু দূর।
জানি আমি মানি আমি তুমি খাটি ধন।।


এত হাসি এত খুশি কোথা আর রাখি
ফিরে এলো এই মনে যেন সুখ পাখি।
পাশে থেকো সারাক্ষণ সাজিয়ে ভুবন।।


রচনা কাল : ২২/০৩/২০১৮ ইং