ভালবেসে কি পেলাম শুধুই বেদনা
কাছে কাছে থেকে তুমি প্রেম তো দিলে না।।
কত যে ছুটেছি আমি পেতে কিছু সুখ
বার বার তুমি শুধু ফিরে নিতে মুখ
মনে ছিল ভালবাসা ছিল না ছলনা।।
বিদায় জানিয়ে মোরে দূরে গেলে চলে
সুখ পেতে মন থেকে সব গেলে ভুলে।
মন জুড়ে আছো তুমি তোমারে ভুলি না।।
রচনা কাল : ১৯/০২/২০১৮ ইং