ভালবেসে দু'টি মন শুধু কেঁদে যায়
মনে বাঁধা মন বলে সুখ নাহি পায়।।


পৃথিবীতে শুধু জ্বালা আর কিছু নাই
বিরহের সুরে তাই এত গান গাই।
তারে শুধু মন প্রাণ কাছে পেতে চায়।।


এই বুকে পেতে স্থান কাঁদে সারাক্ষণ
ফোন দিয়ে অশ্রু দিয়ে ভেসে দেয় মন।
বেঁচে থাকা পৃথিবীতে তাই হল দায়।।


বার বার মন বলে তারে নাহি পেলে
চলে যাবো সব দুঃখ এই ভবে ফেলে।
কিছু সুখ পাবো তাতে সেথা নিরালায়।।


রচনা কাল : ২৯/০১/২০১৯ ইং