ভালবেসে ধারে এলে ছুঁয়ে দিতে চাই
তুমি আমি মহাসুখী আর কেউ নাই।।


কারো বুকে এত প্রেম ছিল নাহি আগে
দু'টি ফুলে এত রঙ থাকে কোন বাগে?
ভুবনের সব খানে ঘুরে দেখে যাই।।


এত হাসি এত কথা ছিল কার মুখে
নিশি রাতে ভেবে কার প্রাণ ভরে সুখে?
পাশাপাশি দু'জনায় বসে গান গাই।।


চারদিকে খুঁজে খুঁজে কাছে টেনে আনি
হৃদয়ের সব ব্যথা হয়ে যায় পানি।
সুখ দুঃখে সারা বেলা পাশে যেন পাই।।


রচনা কাল : ১৩/১১/২০১৮ ইং