ভালবাসলে সে মোরে দিত না রে ব্যথা
দুঃখ জলে ঝরতো না হৃদয়ের কথা।।
এই হাত ছাড়তো না ওই হাত ধরে
ভালবেসে যেত না রে অন্ধকার ঘরে।
মায়া গুলো ভুলে গিয়ে দিত না রে ব্যথা।।
রাতের সাথে আমার হয় নি তো প্রেম
তবু রাত কেন জাগে হয়ে পাশে থিম।
সে কি বন্ধু হয়ে মোর নিবে সব ব্যথা।।
রচনা কাল : ১৪/০২/২০১৮ ইং