ভালবাসি বলে কবে বুকে দিবে স্থান
সেই দিন মন শুধু গেয়ে যাবে গান।।


জানি একদিন ঠিক আসবে সে বেলা
আমায় আদর করে জমাবে যে খেলা।
সেই দিন হাসি মুখে দিতে পারি জান।।


যে রাতে জোসনা ছড়ে আসবে সে রাতে
সারা রাত গল্প করে ফিরবো প্রভাতে।
এই আশা পূর্ণ হলে ভরে যাবে প্রাণ।।


রচনা কাল : ২০/০৭/২০১৮ ইং