ভালবাসি বলে ছিলে এই হাত ধরে
ছেড়ে গেলে কষ্ট দিয়ে কেন পর ঘরে।।


কথা দিয়ে ছিলে তুমি প্রাণ বধূ হবে
চিরদিন সুখ দুঃখে পাশাপাশি রবে।
সেই তুমি কত দূরে ডেকে বুক মরে।।


প্রিয় জন ছেড়ে গেলে জীবনের নায়
বেদনার জলে নেমে মন সাঁতরায়।
কূলহারা স্মৃতি নদী শুধু ধূধূ করে।।


একা থাকা বড় কষ্ট কয় জনে জানে
বিরহের প্রাণ পাখি কাঁদে গানে গানে।
যন্ত্রণার শেষে অশ্রু ফোটা ফোটা ঝরে।।


রচনা কাল : ২৭/১২/২০২৮ ইং