আমার জীবন কেন এত এলোমেলো
সাগরের ঢেউ তালে কেন দুঃখ  এলো।।


ভাবিনি কখনো আমি দুঃখ শুধু পাবো
জীবনের সরু  পথ নাহি যেতে পাবো।
ছন্নছাড়া হয়ে আজ চলি এলোমেলো।।


মন নেই প্রাণ নেই পৃথিবীতে আর
ভালবাসায় ছলনা কি করিব তার।
ব্যথা ভরা প্রাণ নিয়ে এ জীবন গেল।।


রচনা কাল : ০৭/০১/২০১৮ ইং