ভালবাসার আঘাতে দারুণ যতনে
দিলে ব্যথা এই বুকে প্রতি ক্ষণে ক্ষণে।।
চেয়েছিলাম দু'হাতে শুধু ভালবাসা
দিলে না কিছুই তুমি দিলে তরী ভাসা।
আদর সোহাগ নিয়ে কেন চলে গেলে
আমায় কাঁদিয়ে তুমি কত সুখ পেলে।
গভীর নিশিতে কেন আসো গো স্বপনে।।
শ্রাবণের বারি ধারা চলে গেছে কবে
তবু চোখে জল কেন কবে গো শুকাবে।
চৈত্র মাসে অগ্ণি মনে ব্যথা শুধু ধরে
মনে পড়ে বারে বার প্রাণ কেঁদে মরে।
ব্যথা কেন আজ জাগে প্রতি গানে গানে।।
রচনা কাল : ১২/০৪/২০১৮ ইং