ভালবাসা দিয়ে ছিলে এই বুক ভরে
নিয়ে ছিলে কত সুখ মনে থরে থরে।
আজ কার প্রেম নাও কারে ভালবেসে
দুঃখ দিয়ে সুখ খুঁজে গেলে বুঝি শেষে।।


ভুল বুঝে ভুল পথে ছেড়ে গেলে হাত
কাটে একা কষ্ট নিয়ে তাই প্রতি রাত।
সুখে আর ঘর বাঁধা হল নাহি হেসে।।


যারা সুখী তারা জ্বালা নাহি কিছু বোঝে
সুখ মাঝে ডুবে থেকে আরো সুখ খোঁজে।
ব্যথা ভরা কথা গুলি নাহি কাছে ঘেষে।।


রচনা কাল : ২৮/০১/২০১৯ ইং