ভালবাসা দিছি যারে সেই গেল দূরে
গান গেয়ে সুখ খুঁজি বিরহের সুরে।।
এই জ্বালা কোন দিন কেউ নাহি দেখে
একা প্রাণ রয়ে যায় দুঃখ মেখে মেখে।
ভুলে যেতে ব্যথা গুলো ছড়ে বুক জুড়ে।।
মন দিয়ে যদি ফিরে নিয়ে যায় কেউ
দুঃখ ভরা জলে যেন উঠে তীব্র ঢেউ।
ভয় লাগে মনে প্রাণে দম যায় ফুরে।।
স্মৃতি ভরা থালা দেখে বাড়ে হাহাকার
শূন্য শূন্য লাগে বুক তাই বার বার।
স্বপ্ন দেখে মিছামিছি মন যায় পুড়ে।।
রচনা কাল : ২৬/০১/২০১৯ ইং