উঁকি মেরে দেখো শুধু দুয়ারে লুকিয়ে
কাছে গেলে ঘরে যাও নয়ন বুলিয়ে।।


জেনে গেছো প্রেম জলে কাটছি সাঁতার
হাবুডুবু খাই যেন আকূল পাথার।
দূর হতে দাও আজ দু'হাত ঝুলিয়ে।।


মরি বাঁচি সাথে রবো সারাটি জীবন
হাসি ভরা মুখে দেখি সূর্যের কিরণ।
অপেক্ষায় থাকি বসে দরজা খুলিয়ে।।


জানি আমি মানি তুমি অন্তর আমার
তুমি ছাড়া চারদিকে শুধুই আঁধার।
ভেবে যাই ভালবেসে আসবে দুলিয়ে।।


রচনা কাল : ০২/১২/২০১৮ ইং