তুমি যদি প্রেম দাও বাঁচবে এ প্রাণ
দুঃখ দিলে যাবে থেমে হৃদয়ের গান।।
যত কথা বলি তত লাগে মনে ভাল
হাসি মুখ হয় যেন যত থাকে কালো।
যত প্রেম আছে বুকে সব করো দান।।
মাঝে মাঝে ফোন দিয়ে বলি ভালবাসি
সেই ক্ষণে তুমি দিও মিটিমিটি হাসি।
আপন হয়েছি কত দাও তার মান।।
রচনা কাল : ১০/০৮/২০১৮ ইং