তুমি যাহা চেয়ে ছিলে পেয়ে গেছো তাই
শূন্য হৃদয় আমার পুড়ে পুড়ে ছাই।।
ভালবাসা চেয়ে তুমি দু'হাত সরালে
অন্য বুকে মাথা রেখে সোহাগে জড়ালে।
আমি যাহা চেয়ে ছিনু পাই নি কো তাই।।
অন্ধ প্রেম ভালবাসা ভাগ্যে কার সয়
শূন্য বুক ছেড়ে যেন বহু দূরে রয়।
ব্যথিত শাহিন বলে প্রেম বোঝে নাই।।
রচনা কাল : ০১/০২/২০১৮ ইং