তুমি ভাল নাই শুনে প্রাণ কেঁদে মরে
শ্রাবণের মত চোখে অশ্রু শুধু ঝরে।।
কোন কষ্ট পেলে তুমি প্রাণে নাহি সয়
পাগলের বেশে মন কত কথা কয়।
কাছে নেই তাই একা দুঃখ বুকে ভরে।।
তোমাতেই কষ্ট পাই তোমাতেই সুখ
জীবনের তুমি সব তুমি প্রাণ মুখ।
হাসি কান্না মাঝে রবো যুগ যুগ ধরে।।
রচনা কাল : ০২/০৮/২০১৮ ইং