তুমি সুখের আকাশ আর কিছু নয়
মেঘে যদি যাও ঢেকে মন পায় ভয়।।
কখনো তোমায় ভুলে পাই নি কো সুখ
যতবার দূরে গেছি পুড়ে গেছে মুখ।
কাছে না এলে তোমার ব্যথা নাহি সয়।।
কি কারণে যাও দূরে আমার আসায়
এত কি পাষাণ হলে ঘর বেঁধে হায়।
দুঃখ গুলো ভালবেসে আজ কাছে রয়।।
রচনা কাল : ২৪/০৫/২০১৮ ইং