তুমি সময়ের স্রোতে গেছো ভেসে দূরে
ছেড়ে গেছো সব কিছু যেন ভেঙে চুরে।।


আসবে না জানি ফিরে ভাঙা এই নীড়ে
খুঁজবে না কোনদিন শত লোক ভিড়ে।
এভাবেই চলে যাবে দিন গুলো ফুরে।।


মনে রেখো একদিন ভালবেসে ছিলে
আমার সুখের দোরে এসে সুখ নিলে।
কষ্ট দিয়ে তারপর মন দিলে পুড়ে।।


রচনা কাল : ১১/০৬/২০১৮ ইং