তুমি শুধুই আমার আর কারো নয়
দূরে গেলে তাই প্রাণে লাগে বড় ভয়।।


তুমি ছাড়া শুধু কষ্ট প্রতি পদে পদে
তাই চুপে যাই দেখে চলা কোন নদে।
কাছে যদি আসো ফিরে ব্যথা নাহি রয়।।


জানতাম ভালবাসো আমার মতন
বুক মাঝে তাই মোরে করেছো যতন।
আমার প্রেমের সুরে ভরালে হৃদয় ।।


রচনা কাল : ১২/০৮/২০১৮ ইং