তুমি পাশে আছো বলে সব আছে কাছে
পৃথিবীর মাঝে স্বর্গ ওই বুকে আছে।।
সেই স্বর্গ ছেড়ে কভু যাবো না তো দূরে
সারাক্ষণ রেখো মোরে ও হৃদয়পুরে।
সুখী হতে নাহি মন আর কিছু চাচ্ছে।।
হৃদয়ের ভাজে ভাজে সুখ দিলে তুমি
ব্যথা গুলো নিয়ে শুধু দিলে মোরে চুমি।
এত আদর সোহাগ কে কোথায় পাচ্ছে।।
রচনা কাল : ০৩/০৫/২০১৮ ইং