তুমি হলে মহাদামি আকাশে বাতাসে
কল্পনায় আসো বলে মন তাই হাসে ।।


সাগরের ঢেউ তুমি, বনের কোকিল
এ হৃদয়ে সারাক্ষণ উড়ো হয়ে চিল।
আকাশের চাঁদ কেন এত বেশি হাসে।।


ভুবনের কোন খানে আছো কোন ঘরে
সারাক্ষণ খুঁজি আমি কত ঘুরে ফিরে।
দাও তুমি দেখা মোরে দূর হতে এসে।।


রচনা কাল : ২৩/০১/২০১৮ ইং