তুমি এলে প্রেম এলো শূন্য এ ধরায়
সুখ পাখি ধরা দিল মনের খাঁচায়।।
হাতে হাত রাখো যদি মনে জাগে সুখ
লজ্জায় আড়াল করি কেন জানি মুখ।
আনচান করে মন তোমার কথায়।।
তুমি বুঝি স্বর্গ সুখ আকাশের পাখি
এই মন ছাড়া সুখ আর কোথা রাখি।
চোখে যদি পড়ে চোখ কি জানি কি হয়।।
রচনা কাল : ১৮/০১/২০১৮ ইং