তুমি ছিলে না যখন ছিল না তো সুখ
কাছে এলে স্বপ্ন দিলে হাসালে এ মুখ।।


কত ভালবাসো তুমি কত সুখ দাও
হৃদয়ের মাঝ খানে তুমি টেনে নাও।
আদর করে আমার ঘোচালে গো দুখ।।


বুকে জড়ালে আমায় কত না যতনে
দাও না কখনো তুমি দুঃখ কোন ক্ষণে।
তোমার কারণে মনে এলো কত সুখ।


রচনা কাল : ১৭/০৫/২০১৮ ইং