তুমি ছাড়া একদিন নাহি প্রাণ চলে
বার বার কাছে আসি নানা ছলেবলে।
হাসি দিলে বুক মাঝে সুখে ভরে যায়
মিষ্টি কথা শুনে মন কত গান গায়।।


নিশিরাতে কত প্রেম বুকে এসে জমে
যত খুশি নিবে তুমি নাহি যাবে কমে।
ভালবেসে থেকো পাশে মন যদি চায়।।


দূরে ছিলে কাছে এলে হল পরিচয়
ধীরে ধীরে মায়া বেড়ে ভালবাসা হয়।
এতটুকু দূরে গেলে প্রাণ ব্যথা পায়।।


রচনা কাল : ১৮/০১/২০১৯ ইং