তুমি ছাড়া এই ভবে বাঁচা বড় দায়
দিবানিশি ভেবে মন হৃদয় পোড়ায়।।


তুমি ছাড়া নাই সুখ ছোট্ট এই প্রাণে
হৃদয়ের শুণ্য থালা বাঁজে ক্ষণে ক্ষণে।
ব্যথা কেন সুর হয়ে ভুবন দোলায়।।


কথা গুলো রয় মনে বাহিরে না আসে
ব্যথা শুধু বুকে থেকে যেন তাই হাসে।
কে এসে স্বপ্ন আমার ভেঙে দিয়ে যায়।।


রচনা কাল : ৩১/০৩/২০১৮ ইং