তুমি ছাড়া এই মনে কিছু নেই আর
সেই তুমি ব্যথা হলে বুকে বার বার।।
ব্যথা দিয়ে সুখ নিয়ে দূরে গেলে চলে
মোর দোষ কত ছিল নাহি বলে গেলে।
স্বপ্ন গুলো ভেঙে দিলে যেন শতবার।।
তিলে তিলে ব্যথা দিয়ে কাঁদালে এ প্রাণ
তবু দিল এই মন প্রেমের যে মান।
অসহন ব্যথা বুকে করে হাহাকার।।
রচনা কাল : ০২/০১/২০১৮ ইং