তুমি ছাড়া এ জীবন শুধু জ্বালাময়
নিশিদিন কাঁদে মন তোমার আশায়।।


তুমি ছাড়া মনে হয় নাই মোর প্রাণ
বুক ভরা ব্যথা আজ হয়ে যায় গান।
বুঝতে কি পাও তুমি কিছু ভাবনায়।।


এ হৃদয়ে লেখা নাম যায় না তো মুছে
সেই নাম শুধু প্রাণে কেন যে বাজছে।
আশা নাকি দেয় জ্বালা বোঝা বড় দায়।।


রচনা কাল : ৩০/০৩/২০১৮ ইং